LAMP সার্ভার যেভাবে সেটাপ করবেন

এ্যপাচি ওয়েব সার্ভার ইন্সটলেশনঃ

sudo apt-get update কমান্ড দিয়ে অপারেটিং সিস্টেমের প্যাকেজ রিপোজিটরি আপডেট / হালনাগাদ করে নিন। নিচের কমান্ড দিয়ে এ্যপাচি ওয়েব সার্ভার ইন্সটল করুন।

sudo apt-get install apache2

MySQL ইন্সটলেশনঃ

MySQL সার্ভার ইন্সটল করার জন্য নিচের কমান্ড দিন। নিচের কমান্ডে MySQL সার্ভার এর সাথে পিএইচপি এর MySQL এক্সটেনশন এবং এ্যপাচির auth-mysql মড ইন্সটল করা হয়েছে।

sudo apt-get install mysql-server libapache2-mod-auth-mysql php5-mysql

PHP ইন্সটলেশনঃ

PHP , PHP এর Mcrypt, PHP এর Curl এক্সটেনশন এবং এ্যপাচির php মড ইন্সটল করতে নিচের কমান্ড দিন।

sudo apt-get install php5 libapache2-mod-php5 php5-mcrypt php5-curl

ইন্সটলেশন শেষে সার্ভারের রুট ডিরেক্টরিতে (/var/www) একটি পিএইচপি ফাইল তৈরি করুন এবং এর ভেতরে নিচের কোড লিখুন এবং ব্রাউজার থেকে ফাইলটি এক্সেস করুন।

<?php
phpinfo();
?>

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.