*নিক্স সার্ভার রিসোর্স মনিটরিং এর জন্য অনেক প্রোগ্রাম আছে, এর মাঝে top / htop বেশ জনপ্রিয়। এবং এই দুটো দিয়ে বেশ ভালো কাজ চলে যায়। সমস্যা হয় যখন এই ডাটা কোন সাইটে রিয়েলটাইম দেখাতে হয়। এর জন্য অনেক প্রোগ্রাম আছে। সমস্যা হচ্ছে মেইন রিসোর্স যেগুলো (CPU, RAM, Storage) মনিটর করা দরকার সেগুলোর ডাটা সহজে পাওয়া ঝামেলার, তাই নিচের স্ক্রিপ্টটি লেখা। এটি ইনফিনিট লুপে চলবে এবং লাস্ট ১ মিনিট (যদিও একুরেট হিসাব করলে ৩ মিনিট) এর ডাটা একটি টেক্সট ফাইলে রাখবে।
যদিও স্ক্রিপ্টটি পারফেক্ট না, এখানে অনেক সমস্যা আছে (ইচ্ছে করে ঠিক করিনি)। লগ ফাইলের পাথ পরিবর্তন করে নিবেন কিন্তু।