Composer ?

পিএইচপি এর প্যাকেজ/ডিপেন্ডেসি ম্যানেজমেন্ট এর একটি জনপ্রিয় টুল এর নাম “কম্পোজার”। এটি একটি ওপেনসোর্স টুল।

যেভাবে ইন্সটল করবেনঃ

১। মেশিনে / সার্ভারে প্রথমেই পিএইচপি (PHP 5.3.2+) ইন্সটল করা থাকতে হবে।

২। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ইন্সটলার ডাউনলোড করে ইন্সটল করুন। *nix এর জন্য কমান্ড লাইনে / টার্মিলানে নিচের কমান্ডটি দিয়ে ইন্সটল করুন। *nix এর জন্য curl ইন্সটল করা থাকতে হবে।

sudo curl -sS https://getcomposer.org/installer | sudo php -- --install-dir=/usr/local/bin --filename=composer

৩। কমান্ড লাইন / টার্মিনালে নিচের কমান্ডটি দিয়ে গ্লোবাল রিপো https://packagist.org সেট করে দিন, এতে প্যাকেজ ইন্সটল / আপডেটের সময় কম সময় লাগবে।

composer config --global repo.packagist composer https://packagist.org

৪। টেস্ট করতে কমান্ডলাইনে composer -v কমান্ড দিয়ে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.