যেভাবে সার্ভারে সোয়াপ যুক্ত করবেন

লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেমের ফিজিক্যাল ম্যামোরি (RAM) এর স্পেস এলোকেট / ফুল হয়ে গেলে ফিজিক্যাল ম্যামোরিতে লোড করা কিছু ডাটা সরিয়ে অন্য যায়গায় (ভার্চুয়াল মেমেরি) রাখে। এই ভার্চুয়াল মেমোরি “সোয়াপ” /  “সোয়াপ স্পেস” নামে পরিচিত।

যেভাবে সোয়াপ স্পেস যুক্ত করবেনঃ 

এই কোড উবুন্টুতে টেস্ট করা হয়েছে।

নিচের কোড টুকু আপনার সার্ভারে swap.sh নামে সেভ করুন।

এর পর টার্মিনালে নিচের কমান্ড লিখুন

sudo bash swap.sh

এবার আপনার সোয়াপ ফাইলের সাইজ উল্লেখ করুন (গিগা হিসাবে)। এর পর সিস্টেম রিবুট করুন। `free -m` কমাড দিয়ে দেখুন আপনার সিস্টেমের সোয়াপ মেমোরি দেখাচ্ছে কিনা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/saiful/public_html/wp-includes/functions.php on line 5464