পিএইচপি ৭ রিলিজ হয়েছে গত ৩ ডিসেম্বর ২০১৫ তে , পিএইচপির এই ভার্শনের সবচাইতে আলোচিত ব্যাপার হচ্ছে স্পিড। এই পোস্টে দেখানো হয়েছে কিভাবে এ্যপাচি / এঞ্জিনেক্স সার্ভারে পিএইচপি ৭ ব্যবহার / যুক্ত করতে হবে।
এই প্রক্রিয়া উবুন্টু ১৪.০৪ এ টেস্ট করা হয়েছে।
যা যা লাগবেঃ
এ্যপাচি / এঞ্জিনেক্স সার্ভার (পিএইচপি ৫.এক্স) , রুট এক্সেস।
যেভাবে করবেনঃ
প্রথমেই পিএইচপি ৭.০ উবুন্টুর পার্সোনাল প্যাকেজ আর্কাইভে যুক্ত করতে হবে। এর পর লোকাল প্যাকেজ ক্যাশে নতুন যুক্ত করা প্যাকেজ ইনক্লুড করতে হবে।
sudo add-apt-repository ppa:ondrej/php sudo apt-get update
সার্ভার এপ্যাচি হলেঃ
sudo apt-get install php7.0-cli sudo apt-get install php7.0 sudo apt-get install php7.0-mysql sudo service apache restart
এপ্যাচি সার্ভারে পিএইচপি ৭.০ এর কনফিগারেশন ফাইল পাওয়া যাবে ‘/etc/php/7.0’ এই পাথে।
সার্ভার এঞ্জিনেক্স হলেঃ
sudo apt-get install php7.0-cli sudo apt-get install php7.0-fpm sudo apt-get install php7.0-mysql
এবার এঞ্জিনেক্স এর ডিফল্ট কনফিগারেশনে পিএইচপি এর সকেট পাথ পরিবর্তন করতে হবে। “/var/run/php5-fpm.sock” এর পরিবর্তে “/var/run/php/php7.0-fpm.sock” এটি ব্যবহার করুন। এর পর এঞ্জিনেক্স সার্ভার রিস্টার্ট করুন।
sudo service nginx restart
যেভাবে বুঝবেন পিএইচপি ৭ ইন্সটল হয়েছেঃ
php -v
পিএইচপি ৫ যেভাবে রিমুভ করবেঃ
এঞ্জিনেক্সঃ
apt-get purge php5-fpm && apt-get --purge autoremove
এপ্যাচিঃ
apt-get purge php5 && apt-get --purge autoremove