TV Show Downloader

আমি বেশ কয়েক বছর ধরে নিয়মিত টিভি সিরিজ দেখে যাচ্ছি। বলতে পাররেন আমিই এডিক্টেড হয়ে গেছি টিভিসিরিজে। এখন আমি প্রায় ৫০+ টা সিরিজ নিয়মিত দেখি। এতগুলো সিরিজের ট্রাক রাখা সহজ কাজ না, এই ট্রাক রাখার জন্য আমি "টিভিশো টাইমস" নামের একটি সাইট ব্যবহার করে থাকি। এইতো গেল শো এর ট্রাক রাখার কথা।

এদিকে প্রতিদিন খুজে খুজে এই শোগুলো আমাকে ডাউনলোড করতে হয় (পাইরেসি নিয়ে কোন লেকচার হবে না), এর জন্য টরেন্ট সাইট গুলোতে যেয়ে শো এর নাম, শিজন এবং এপিশোড লিখে খুজে ডাউনলোড করতে হয়, এমন দিন আছে যেদিন ৬-৯ টা শো ডাউনলোড করতে হয়। তো একদিন চিন্তা করলাম এত কষ্ট করছি কেন, একটা প্রোগ্রাম লিখে নিলেই হয় যেটা আমার জন্য খুজে খুজে কন্টেন্ট গুলো ডাউনলোড করে রাখবে। তো আমার মাথায় ডুকে গেল এটাকে অটো করার, ফলাফল রাতে বসে লুমেন দিয়ে লিখে ফেলা হলো একটা এপ্লিকেশন যার কাজ আমার জন্য টিভিশো ডাউনলোড করা। এই এপ্লিকেশনে শো গুলো এড করে দিলেই হয়, প্রতিদিনের শো এপটি নিজেই ডাউনলোড করে রাখে।

তো এই এপ্লিকেশনটি ওপেন সোর্স হিসাবে গিটহাবে আপলোড করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই অত ঝামেলা করে এই এপ্লিকেশনটি চালাতে পারছে না অথবা চাইছে না। কারন আপনার পিসিতে মিনিমাম এ্যপাচি, পিএইচপি এবং মাইএসকিউএল (ইদানিং মাইসিকুয়েল বললে মানুষ মাইন্ড করে) থাকতে হবে। এবার চিন্তা করলাম একদিইন সময় করে Express JS এর সাথে SQLite আর Electron দিয়ে একটা এপ বানিয়ে ফেলবো যা কারো দরকার হলে ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে, কোন সার্ভার জাতীয় কিছু লাগবে না। এখন শুধু সময়ের জন্য অপেক্ষা… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/saiful/public_html/wp-includes/functions.php on line 5464